চলে গেলেন মাউসের সহ-উদ্ভাবক

৪ আগষ্ট, ২০২০ ০১:২৯  
মারা গেছেন কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ। গত ২৬ জুলাই ক্যালিফোর্নিয়াতে ৯১ বছর বয়সী এই প্রকৌশলী ও উদ্ভাবকের জীবনাবাসন হয়। খবর বিবিসি। ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশলে পড়ালেখার পর মার্কিন নৌবাহিনীতে যোগদান করেন। সহকর্মী ডাক এঙ্গেলবার্ট মিলে প্রাথমিক কম্পিউটিংয়ে কাজ করছিলেন ইংলিশ। ১৯৬৩ সালে তারা দুজনে মিলে প্রথম কম্পিউটার মাউস উদ্ভাবন করেন। যদিও মাউসের ধারণাটি এঙ্গেলবার্টের। তবে পুরো কারিগরি কাজটি করেন ইংলিশ। ইংলিশ শুধুমাত্র মাউসের সহ-উদ্ভাবক নন, তিনিই প্রথম মাউস ব্যবহারকারী। স্ট্যানফোর্ডের রিসার্চ ইনস্টিটিউটে এঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে মাউসটি তৈরি করা হয়। ডিবিটেক/বিএমটি